১০ই ফেব্রুয়ারি বেলা ৪টায় থেমে গেলো বর্ণময় পথচলা,
স্মৃতি হয়ে রইলো লাঠি হাতে শালীনতার লুবধ দৃষ্টির সেই বেলা।
হারিয়ে গেলাম অচিন অনস্তে মেঘ আর কুয়াশার,
সাক্ষাৎ-এর সুযোগটাও পেলাম না একবার।
যতদূর চোখ যাচ্ছে চোখের সামনে ভেসে ওঠে সেই সৌশিল্য মুখ
মনের মধ্যে গাথা ডালি পূর্ণ দুখ৷
জানি, আপনার স্নেহ পূর্ণ সেই হাতের স্পর্শ আর আমরা পাব না,
পাওয়ার মধ্যে ছিলো শুধু কান্না, দু‘চোখ দরা কান্না,
তাও পেলাম না অন্তিম মুহূর্তে,
চাপা থাকলো আমার আক্ষেপ মনের নিজ গর্তে।
এখন পাওয়ার মধ্যে আছে শুধু চরণধূলি,
তাও দেবে মুছে এক বাতাসের ফুতকারি৷
কিন্তু আপনার জ্বালানো প্রদীপ যা প্রতিভা বিকাশে,
আপনি জাগিয়েছেন জ্ঞানের শিখা অশিক্ষার আকাশে।
তাই বিরাজ করিবে মম হৃদয় স্পন্দনে,
চিরদিন চিরকার মম মনে৷
কলমে দেবজিৎ দত্ত, আমিলা, পূর্ব বর্ধমান
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941