Photo by Chiranjib Chakroborty
ভেবেছিলাম,
কিছু একটা সাংঘাতিক হবে,
হলো না।
প্রতিবাদের মোমবাতি জ্বলার
কথা ছিল।
জ্বললো না।
মিটিং, মিছিল, সভা তে উত্তাল হবে মহানগরী।
কিংবা,
বুদ্ধিজীবী মানুষের সমালোচনায় গায়ের লোম খাড়া হয়ে যাবে,
কই তাও তো হলো না।
নেতা,মন্ত্রী, সমাজসেবী দের গাড়ির লাইন পড়ে যাবে,
পড়লো না।
ব্রাজিল বনাম আর্জেন্টিনা উন্মাদনা থেমে যাবে,
থামলো না।
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ হয়ে, ছাত্র বিক্ষোভ ফেটে পড়বে,
কিছুই ফাটল না।
শুধু এত কিছুর মধ্যে, সদ্য জন্মানো শিশুটিও উত্তর খুঁজবে সারাজীবন এই প্রশ্নের
” মায়ের বাবা আসলে তার কে- দাদু না বাবা”????
রূপকথা -চুপকথা <- লেখকের আরো লেখা পড়তে ক্লিক করুন।

কবি চিরঞ্জীব চক্রবর্তীর কলম থেকে ,
একটা ছোট্ট গ্রামের খুব সাধারণ মানের ছেলে। কবিতা বা যা কিছু লেখা শুরু, আর্য্যা(স্ত্রী) র কথায়,ওর পড়ার জন্যে।
শখ:1. মানুষের সাথে মেশা, 2.বিজ্ঞান কে বিজ্ঞান হিসাবে শেখা, 3.রাতের নিঝুম রাস্তায় একা হেঁটে রাতের মিস্টি কথাশোনা।
পেশা: স্কুল এ জীবন বিজ্ঞান শেখা,ও শেখানো।
স্বপ্ন: পৃথিবী টা কে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর করে রাখা(জেগে দেখা স্বপ্ন)।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941