বুকের ভেতর রক্তিম তৃষ্ণাটা বড় বেশি টের পায় আজ
বসন্ত তেজে ঝরে পড়া বাউল রাঙা জড়দেহ
আজও মুক্তি খোঁজে তারই বুকে।
স্বপ্ন ছুঁতে চায় স্বপ্নকে
জন্ম ছুঁতে চায় মৃত্যুকে,
মৃত্যু ছুঁতে চায় সজীবতাকে!
সিলিকোসিসে আক্রান্ত হাপরের
ব্যাথাটা অসহ্য হয়ে উঠছে প্রতিদিন,
সঙ্গে পক্ষীহীন রক্তহীনতার ক্লান্তি।
তার অকেজো ফুসফুসের শিরাজালকে সংরক্ষিত
ওর শিকড়ের ইতিহাস
রেখেছে সযত্নে ব্যর্থতার অনুষঙ্গে।
মেধা এক্সটেনশনের
এই পরিণতির আঁচটুকু পেলে
আগেভাগে আটকে দিতো অবাঞ্ছিত জন্ম।
এখন তো তার শরীর জুড়ে শুধুই কৃত্রিম রঙদলের মহামারী!
ওর ঐ একলা রূপসী ছিন্ন ভিন্ন মৃতদেহের উপর ওরা খেলবে অসভ্যতার আবির!
দিকে দিকে আয়োজন…
হাজার বছর পর হয়তো আবার বাউল চেনাবে ওকে
সোনালী আলোর স্পর্শে,
অন্য কোনো উপনদী জন্মে
সংরক্ষিত গোপন তৃষ্ণা নিয়ে,
বুক জুড়ে থাকবে সেদিন তৃপ্তির আগুন বসন্ত।

কলমে অভিজিৎ মুখার্জী, হুগলী
বিজ্ঞান ও সাহিত্যের প্রবল অনুরাগী। মহাকাশ বিজ্ঞান ও বাংলা সাহিত্য সবচেয়ে প্রিয় বিষয়। কুসংস্কার তথা অযৌক্তিক প্রথার ঘোর বিরোধী। মহাবৈশ্বিক প্রকৃতির রহস্যময়তা অনুধাবনের প্রচেষ্টা, লেখালেখি, শেখা ও শেখানোর মধ্যে দিয়ে জীবন আনন্দের অনুসন্ধানী।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941