এই বিশ্বে কষ্ট তো নেই একটা
রয়েছে অনেক কটা
এই বিশ্ব কষ্টে পূর্ণ
যদি চাও জানতে কি কষ্ট
তবে শোনো
এই কথন পূর্ণ
আমার কষ্ট লুকিয়ে রয়েছে
সেই আমাজন ফরেস্টে
যেটা এখন রয়েছে গাছের ছাই
এবং কিছু গাছ দের অবশেষ- -দের নিয়ে
আমার কষ্ট লুকিয়ে রয়েছে
সেই নদীর তীরে
যেটা এখন শুকিয়ে গেছে
আমাদের কারণে
আমার কষ্ট লুকিয়ে রয়েছে
সেই বাড়ির আনাচে কানাচে
যেখানে নেই রুটি, নেই দুধ ভাত
নেই একটু নুন ভাত
খুদা তৃষ্ণায়
কেবল বাচ্চারা কেঁদে মরে
চোখের জল ঝরে পড়ে
কষ্টে মন ভেঙে পড়ে
এই বিশ্ব স্বার্থপরদের নিয়ে
কষ্টে মন ভেঙে পড়ে
যখন শুনি,
বিভেদ রয়েছে আপন আর পরে
এই কষ্ট সহে না আর
বলো কেউ এমন স্থান
যেথায় হবে এসবের অবসান
তবে যাবো সেই মন্দিরে
যেথায় থাকিবে সবাই নিরিবিলে
আর হইবে এ সমস্যার সমাধান।।
জানো কি কেউ
এমন প্রণয় স্থান?
By: Debadrita Sarkar, Class 7, Age 14
From West Bengal , In Hooghly at Haripal
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941