জানিস আমার ভালো থাকার কারনগুলো বড়ই অদ্ভুত,
তোর দেওয়া মুহুর্তের এক চিলতে হাসি আমার ভালো থাকার কারন।
সারাদিনের তোর শত ব্যস্ততার ফাঁকে আমার খোঁজ নেওয়া সেটাও ভালো থাকারই কারন।
আমার বোকা বোকা ভুল গুলো জেনেও আমার ভুলগুলো শুধরে দেওয়াও আমার ভালো থাকার কারন।
হাজার মানুষের ভিড়ে তোর যে আমাকে হারিয়ে ফেলার ভয়ে আরও আঁকড়ে ধরা সেটাও আমার ভালো থাকার কারন।
আমার অসহায়তার মাঝে যে আমায় এতটা ভরসা দিস এটাও আমার ভালো থাকার কারন।
আর জানিস আমার সবচেয়ে বেশি ভালো থাকার কারন হলি তুই।
তোকে ভালো রাখার মধ্যেই আমার ভালো থাকার কারন অন্তর্নিহিত।
তোর সকল হাসির মাঝে আমার সবটুকু ভালো থাকা প্রস্ফুটিত।

কলমে শর্মী মন্ডল, পূর্ব বর্ধমান
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941