১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস,
এই দিনে স্মরণ করি মোরা শহিদ ভাইদের শৈশব।
দিনটি থেকে পেয়েছি মোরা নতুন জীবন ধারা,
তাই তো তাদের স্মরণ করি শহিদ হয়েছে যারা।
শহিদদের ত্যাগে পেয়েছি মোরা গৌরবদীপ্ত স্বাধীনতা,
তাদের ত্যাগের স্মরণ করে জানাই মোরা শ্রদ্ধা।
উত্তোলন যখন করি মোরা স্বাধীন দেশের পতাকা,
তখন যে স্মরণে পড়ে শহিদ ভাইদের মুখটা।
দিবসটি সাধিত হয় যে শহিদ ভাইদের স্মরণে,
শ্রদ্ধা যে জানাই মোরা তরুণদের চরণে
সোহরাওয়ার্দী উদ্যানে বাজে যে তোপধ্বনি,
সূর্যদের সঙ্গে সঙ্গে শব্দ যে তার শুনি
গনতান্ত্রিক দেশ গড়াই ছিলো শহিদ ভাইদের আদর্শ,
বাংলাদেশকে রক্ষা করে রাখবো তাদের নিদর্শ।
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা মোদের যে দায়িত্ব,
তাই তো মোরা গড়বো তাকে করবো যে সমৃদ্ধ।

কলমে আমেনা খাতুন আখিঁ, লোহাগাড়া,চট্টগ্রাম
আমি একজন ভালো লেখক হতে চাই।ছোট বেলা থেকেই সপ্তবর্ণ মানে কবিতা লিখতে ভালো লাগতো।আমি আনেক বার নিজ বিদ্যালয় থেকে পুরস্কৃত হয়েছি। আর অনেকের আশির্বাদও পেয়েছি।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941