আকাশ,তোমার তো কোনো বন্ধু নেই
একলা বসে থাকো তাই।
আমাদের তো বন্ধু আছে,মজা করি হাসি সবাই।।
আকাশ,তুমি তো লেখাপড়া শেখো না
আমাদের দেখে পাচ্ছ পড়ার বাসনা।।
তুমি আমাদের বৃষ্টি দাও
তাপ কর শোষণ,
মানুষেরা দিচ্ছে কি?
শুধুই বায়ুদূষণ।।
দিনের বেলায় সূর্য ওঠে
রাত্রে ওঠে চাঁদ,
গ্রহ,তারারা তোমার দ্বারা
পাচ্ছে আশীর্বাদ।।
আকাশ,তুমি তো একলা
আমরা কোটি মানুষজন
তবুও গোটা বিশ্বকে
দিচ্ছ স্নেহের আবরণ।।

কলমে সায়ন মাইতি, জয়নগর, দঃ ২৪ পরগণা
একজন স্কুলছাত্র,আমি কবিতা লিখতে ভালোবাসি, যখন সময় পাই টুকটাক লিখি।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941