জীবন সারাজীবন দুঃখই দিয়ে গেলো
আর সারাজীবন আমার ধৈর্যের পরীক্ষা নিলো
এ সবই সময়ের ষড়যন্ত্র
কাজে আসছে না ভালো থাকার মন্ত্র
অবিরাম হচ্ছে ব্যথার বর্ষণ
এতটুকু রোদের পাইনি দর্শন
এক ঝলক সুখের হাওয়া কেন আমার জন্য মানা?
আমার প্রতি জীবনের বিমুখতা আজও অজানা।
কেন মেলাতে পারছি না জীবনের সমীকরণ
কেন বার বার পরাজয়কে করতে হচ্ছে বরণ
কেন পারিনি জীবনকে মনের মত করে সাজাতে
কেন পারিনি জীবনকে নিজের রঙে রাঙাতে
আনন্দঘন মুহূর্ত খুবই কম দিয়েছে উপহার
যন্ত্রণা দিতে দিতে ছিন্নভিন্ন করে দিয়েছে হ্নদয়ের সমস্ত তার
কষ্টের চোরাবালিতে পুরোপুরি নিমগ্ন
আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে জীবনকে গোছাবার লগ্ন
কেউ কি দিতে পারবে এই বেড়াজাল থেকে মুক্তি?
মৃত্যুর অনুকূলে আছে হাজারো যুক্তি।
নিঃস্ব হয়ে জীবনের দ্বারপ্রান্তে আছি দাঁড়িয়ে
কেউ কখনও হাতটি দেয়নি বাড়িয়ে
কেউ শোনে না আমার মনের হাহাকার
কেউ শোনে না আমার হ্নদয় বিদারক চিৎকার
অপূর্ণ ইচ্ছাগুলো গুমরে কেঁদে মরে
এই চোখ দিয়ে অবিরত অশ্রুই ঝরে
এই অশ্রুর মর্ম কেউ বোঝে না
এই ভাঙ্গাচোরা আমিকে কেউ খোঁজে না
সবার জীবন জীবনের নিয়মে কেটে যাচ্ছে বেশ
এখন শুধু বাকি আছে আমার ধ্বংশাবশেষ
তবুও জীবনকে ভালোবাসতে চাই
সবকিছু সহ্য করে যাই কারণ জীবন তো একটাই।
আর সারাজীবন আমার ধৈর্যের পরীক্ষা নিলো
এ সবই সময়ের ষড়যন্ত্র
কাজে আসছে না ভালো থাকার মন্ত্র
অবিরাম হচ্ছে ব্যথার বর্ষণ
এতটুকু রোদের পাইনি দর্শন
এক ঝলক সুখের হাওয়া কেন আমার জন্য মানা?
আমার প্রতি জীবনের বিমুখতা আজও অজানা।
কেন মেলাতে পারছি না জীবনের সমীকরণ
কেন বার বার পরাজয়কে করতে হচ্ছে বরণ
কেন পারিনি জীবনকে মনের মত করে সাজাতে
কেন পারিনি জীবনকে নিজের রঙে রাঙাতে
আনন্দঘন মুহূর্ত খুবই কম দিয়েছে উপহার
যন্ত্রণা দিতে দিতে ছিন্নভিন্ন করে দিয়েছে হ্নদয়ের সমস্ত তার
কষ্টের চোরাবালিতে পুরোপুরি নিমগ্ন
আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে জীবনকে গোছাবার লগ্ন
কেউ কি দিতে পারবে এই বেড়াজাল থেকে মুক্তি?
মৃত্যুর অনুকূলে আছে হাজারো যুক্তি।
নিঃস্ব হয়ে জীবনের দ্বারপ্রান্তে আছি দাঁড়িয়ে
কেউ কখনও হাতটি দেয়নি বাড়িয়ে
কেউ শোনে না আমার মনের হাহাকার
কেউ শোনে না আমার হ্নদয় বিদারক চিৎকার
অপূর্ণ ইচ্ছাগুলো গুমরে কেঁদে মরে
এই চোখ দিয়ে অবিরত অশ্রুই ঝরে
এই অশ্রুর মর্ম কেউ বোঝে না
এই ভাঙ্গাচোরা আমিকে কেউ খোঁজে না
সবার জীবন জীবনের নিয়মে কেটে যাচ্ছে বেশ
এখন শুধু বাকি আছে আমার ধ্বংশাবশেষ
তবুও জীবনকে ভালোবাসতে চাই
সবকিছু সহ্য করে যাই কারণ জীবন তো একটাই।
কলমে কাশফিয়া নাহিয়ান, ধানমণ্ডি,ঢাকা বাংলাদেশ
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941