‘সার্কাসের ওই জোকারটা দেখো দারুণ করছে‘
দর্শক আসনে আজ এমন কথাই ভাসছে,
‘ অন্য খেলা একদিকে, বাইক গ্লোব আর জাল,
জোকারদের পার্ট কিন্তু ভাই জমে বিশাল‘!
‘কুকুর – হাতিরও ভালোই লাগে তবে যাইবা বলো !
জোকারের খেলা মানে সকলের প্রিয়‘!
আজকের খেলাতেও একই জাদু আছে,
দর্শক আজও হেসে লুটোপুটি খাচ্ছে ।
সবার প্রিয় জনি জোকার খেলা দেখাচ্ছে!
কত রকম রঙ্গেই না সে আপেল লুপছে।
সঙ্গীরাও জানে আজ জনি খুব খুশি !
গ্রাম থেকে চিঠি পাঠিয়েছে তার একমাত্র পিসি ।
আজ জনির খেলায় কিছু বিশেষ আছে,
সবাইকে হাসিয়ে সে নিজেও হাসছে।
টুল থেকে পড়ে গেল হঠাৎ কেমন,
আপেলও লুপলো যেন নিজে নিউটন!
মারলো সজোরে তার সঙ্গীটিকে,
ভঙ্গিমায় তার সামনে আজ সব খেলা ফিকে।
দর্শক আসনে তখন হুল্লোড়ের রেশ !
হাততালি হরদম, বাহবাও বেশ !
সুপারহিট হল শো, জনস্রোতও আসছে,
ওদিকে তাঁবুর কোণে ও কি স্বর ভাসছে ?
পিসিমার চিঠি হাতে জনি একা কাঁদছে?
হাসায় যে সবাইকে তারই বুক ভাসছে!
ভিজে ওই চিঠিটা কাঁপা কাঁপা গলাতে,
বন্ধুটি পড়লো পিসিমার ভাষাতে,
‘ফিরে আয় যতীন যত তাড়াতাড়ি হয়,
শেষদিনে তোর বোন তোরই আশায়…’
নেক্সট শোয়ের ঘন্টা বাজল আবার তখন,
জনি হেসে বললো, ‘ The show must go on’…
কলমে বর্ণালী দাস, বৈদ্যবাটি, হুগলী
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941
