ক্ষমো মোরে ক্ষমো আজিকে হে বিশ্ব জননী
তোমার পূজার অঞ্জলি লহ মোর প্রাণ,
তুমি যদি ইচ্ছা দেবী ওগো অভিমানিনী
আজ কেনোগো নিলে না মোর কোনো দান?
আনন্দ মুখরে আজি সারা বিশ্ব উঠেছে মাতি
বলো গো মা, কোন অপরাধে অযোগ্য সন্তান ছিল গৃহকোণে?
আশীষ মাগি গো মা তব চরণতলে আজি সন্ধিক্ষণে |
বৃথা যেন না রহি আমি, সবাইয়ের দুঃখের লাগি
মিটাইতে মোর আশা এতো যদি কৃপণতা
কেনোগো করিলে মোরে রত্নের ভান্ডারী!
কলমে স্বর্গীয় রমেশ চন্দ্র মিত্র , ঘাটশিলা, বিহার (১৯৪৯)
স্বর্গত শ্রী রমেশ চন্দ্র মিত্র তাঁর স্বল্পায়ু জীবনেই ব্যবসায়ী রূপে নাম অর্জন করেন। অবসরে সেতারবাদন ও সমাজসেবা ছিল তাঁর পরিচিতি।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941
