(Image: © pixabay)
জমির ওপর লাঙল চালাই ফসল ফলাই হেথা
কেড়ে নেবার হিম্মত দেখাস্ এমন বুকের পাটা ?
চাষীর স্বাধীনতা ।
আমার দেশ, আমার মা, আমার জন্মভিটা
উচ্ছেদের ভয় দেখাও কোন্ আবাগির বেটা ?
নাগরিক স্বাধীনতা ।
ধর্ম আমার যা হোক্, তা হোক্,খাই রুচিতে আসে যেটা
সেটার ওপর নজরদারি মানতে হবে সেটা ?
খাওয়ার স্বাধীনতা ।
আমার মায়ের মিষ্টি ভাষা প্রথম শেখা বুলি
সেটার ওপর দখলদারি কোন্ বাপের বেটা ?
ভাষার স্বাধীনতা ।
জঙ্গলে মুই জন্ম নিছি ক্ষুধা মিটায় এই বনটা
এর অধিকার মোর আছে, তুই বলার কেটা ?
বাঁচার স্বাধীনতা ।
সমালোচনা শুনতে বুঝি নেই বুকের পাটা ?
লাগাম টানিস্ মুখে আমার শুনতে চাসনি যেটা
বলার স্বাধীনতা ।
কলমে আশিস ভৌমিক
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941