Photo : howistheanswer.com
যাদের বাহু আছে বল নেই
তাঁরা শুধু দলিত হয়
কোনো দলের নয়।
বলের আপাত প্রাচুর্যে যারা
দলাদলি করে মানুষের বলাবলির খোরাক হয়
একদিন তাঁরাও অচল হবে।
কোনো এক আপেক্ষিক বলবানের বল প্রয়োগে
তাঁদের বাহুও যে বলি হয়ে যেতে পারে
সেই সত্যকে অনুধাবনে অপারগ
আপন ছায়ার দাম্ভিকতায় আসক্ত বাহুবলীরা।
বাহু যতই দুর্বল হোক,
বহু সংখ্যার সমাহারে বিন্ধ্যাচলকেও সরানোর
সাহস আর বিশ্বাস রাখে তাঁরা।
ক্ষমতা বদলের সন্ধিক্ষনে যারা
আপন বলেই সন্দিহান
তাঁরাই উন্মত্ত হয়ে ওঠে
আধিপত্য রক্ষার উন্মাদনায়।
আত্মরক্ষা সেখানে অজুহাত মাত্র।
বল সব বাহুতেই থাকে
কেউ তাতে ভরসা করে
কেউ বন্ধক রাখে।

কৃষ্ণ বর্মন…
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941