ভোট এসেছে ভোট এসেছে
ভোট যে বড় বালাই
সর্বনেশে ভোটের শেষে
নেপো খাবে মালাই।
ভোট যে বড় বালাই
সর্বনেশে ভোটের শেষে
নেপো খাবে মালাই।
ভোটের বাজার বড্ড গরম
তর্কে তাজা সব
রাস্তা ঘাটে অফিস ট্রেনে
হচ্ছে কলরব।
তর্কে তাজা সব
রাস্তা ঘাটে অফিস ট্রেনে
হচ্ছে কলরব।
ভোটের অনেক বায়না আছে
আছে অনেক যাদু
ভোটের বাদ্যে মন্ত্র বলে
অপরাধী সাধু।
ঘরে ঘরে ভোটের দাওয়াই
মুখে নকুল দানা
ভোটেরা সব এক পক্ষের
অন্য পক্ষে মানা।
পাওয়ার মিলের ব্যস্ত খবর
ঘরে অনটন
রাজার কানে পৌছায় না
বেকার অনশন।
এখন সবার বুকে দরদ
মুখে প্রেমের বুলি
জনগন জাগলে পরে
উপহারে গুলি।
এখন রাজা সবই দেবে
প্রতিশ্রুতির বলে
ভোট গেলে সব ভুলে যাবে
ভোটাররা সব জলে।
ভোটের জন্য ভেট হবে
ভাওতা হবে শেষে
ভোটের শেষে বুঝতে পারবে
সে কত সর্বনেশে!

©কৃষ্ণ বর্মন (পলতা,ওয়েস্ট বেঙ্গল )
বিঃ দ্রঃ : কৃষ্ণ বর্মন এর প্রকাশিত কাব্যগ্রণ্থ “চোপ”‘-এখানে কথা বলা বারণ
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941