Photo : Arre
একটাও নিরাপদ বাড়ি
একটাও নিরাপদ দেশে
একটাও নিরাপদ আকাশ নেই
এই পৃথিবীতে।
মেয়েদের তাই মেয়ে হয়ে থাকাটা নিরাপদ নয়
ঘরে বাইরে পাতালে বা মহাশূন্যে।
পৃথিবী নিজেও তো নারী
মাতৃরূপে পূজিত সে।
তাই বোধহয় উৎপীড়ন নিপীড়ন দহনের
দগদগে ক্ষত ধরিত্রীর সারা শরীর জুড়ে।
ধর্ষন এই পৃথিবীর এক ভোগবাদী উৎকৃষ্ট দর্শন।
নারীর শরীর মন আর এই পৃথিবী একই ভাবে ধর্ষিত
প্রতিক্ষন প্রতিদিন প্রতিরাত।
এই পৃথিবীর কোথাও তাই নিরাপত্তা নেই।
নিরস্ত্র যোদ্ধার মতই নারী আর প্রকৃতি যেন
আত্মসমর্পন করছে বিপথ আর বিপদের কাছে
নিরাপদে নিরাপত্তাহীন হয়ে।

©কৃষ্ণ বর্মন (পলতা,ওয়েস্ট বেঙ্গল )
বিঃ দ্রঃ : কৃষ্ণ বর্মন এর প্রকাশিত কাব্যগ্রণ্থ “চোপ”‘-এখানে কথা বলা বারণ
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941