Aadhya-My Lil Girl
চোখ দুটোতে স্বপ্নের ভবিষৎ ,
ঠোঁট খুললেই “মা মা “ডাক ,
রাগ হলেই ভুরু কুঁচকে চোখ ,
মিলের মধ্যে , মা-এর মতো নাক।
হাত গুলি তার চলছে অবিরত,
রঙবে-রঙের কাগজ পেনসিল ,
ছুটতে গেলে শেষের থেকে প্রথম,
তার সাথে মা-র মনের ভারী মিল।
চুল গুলি তার আকাশ পানে চাওয়া ,
বংশগত আছে বদ মেজাজ।
ছোট থেকেই কানদুটো তার সজাগ
চুপিসারে ফিসফিসানি ‘সে’ নারাজ।
বড্ডো আলতো মনটা তার এখন,
যেমন হয় ভিজে নরম মাটি ,
ভাবছি তাকে করবো ভালো মানুষ ,
বুদ্ধি কম হোক, হোক হৃদয় খাঁটি।
ছোট মেয়েটা বড়ো হবে একদিন,
হয়তো সফল হয়তো-বা স্বাধীন .
মা বাবা তার একই থেকে যাবে
তাদের যেন ভালোবাসে “সে” চিরদিন।
–মৌসুমী
#মন_ও_মৌসুমী
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941