স্বভূমিতেই লাঞ্ছিত,অন্দরমহলে।
বর্হির্বিশ্ব নির্যাতিত,সে প্রস্তাব ভুলে।
চলছে যে স্নায়ু যুদ্ধ,মিথ্যের সন্ন্যাস।
হাসে অন্তর্মুখী বুদ্ধ,সাতচল্লিশ লাশ।
আজো সে নীল যন্ত্রণা,রক্ত বারকোশে।
উর্দির মর্মবেদনা,স্বর্গ চারপাশে।
অভিশাপ গান্ধারির,ভোঁতা সুদর্শন।
অন্ধ ভীষ্মের শিবির,দৃষ্টি দুর্যোধন।
বীভৎস মুখাকৃতি,অন্ধ যুধিষ্ঠির।
যুদ্ধ সেই গৃহনীতি, মহানগরীর।
পৃথিবী আজ কুৎসিত, আশাহীন ভাষা।
আমাদের ভবিষ্যত, গচ্ছিত তো আশা।
ফুঁসে ওঠে না প্রতিজ্ঞা, দম্ভ বে-পরোয়া।
নেই তো নিষেধ আজ্ঞা, চোখে মৃত্যু ছায়া।

কবি পরিচিতি : আল্পনা মিত্র , একজন শিক্ষিকা , বসবাস : বেহালা, ওয়েস্ট বেঙ্গল।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941