কেমন আছো, রাবেয়া?
ওখানে গিয়ে আমার কথা আর মনে পড়ে?
তোমাকে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম—
প্রেমিক হিসেবে তার কতটুকুই বা পেরেছি রাখতে
আল্লাহ্র কাছে দোয়া মাগি,পরজন্মে যেন না পাও আমারে!
বেহেশতে, আশা করি, তুমি ভালোই আছো,
ওখানে যারা যায়, শুনেছি সবাই-ই নাকি ভালো থাকে।
জানো, কাফনে ঢাকা তোমার নিথর শরীরটা
যখন তোমার বাড়ি থেকে বেরোচ্ছিলো,
আমি দূর থেকে দেখেছি, তবে কাঁদিনি;
এই মিথ্যা স্বপ্নে ভর ক’রে যে কবর থেকে তুমি
উঠবে জেগে, আবারও আমার কাছে করবে আবদার,
তোমার খোঁপায় সাদা চন্দ্রমল্লিকা গুঁজে দেওয়ার—
আমাদের পবিত্র সম্পর্কে তো কোনো দোষ ছিলো না,
তবুও কেউ মানলো না, তুলে দিলো ধর্মের বেড়া—
রাবেয়া, তুমি ফিরে এসো এ ব্যর্থ প্রেমিকের কাছে—
রাবেয়া, তোমার জন্য আলোকবর্ষ দূর থেকে
তারাদের সব আলো চুরি ক’রে আনবো। তোমার চারপাশ
ভ’রে যাবে সেই অজানা মায়াবী আলোয়…
রোজ রাতে তোমাকে সওগাত দেবো অন্ত্যমিলের কবিতা,
নিয়ে যাবো তোমাকে নামহীন দেশে, যেখানে ভালোবাসার
কোনো সীমা নেই, ধর্ম নেই, যেখানে চাষ হয় মনুষ্যত্বের—
তুমি ফিরে এসো, তোমার জন্য এনে দেবো—
বৃষ্টি শেষের রোদ্দুর আর সবুজ রঙের সাম্রাজ্য।
কলমে সুপ্রিয়া মণ্ডল, চুনাপুর, মুর্শিদাবাদ
লিখতে খুব ভালবাসি; এছাড়াও কবিতা আবৃত্তি, গল্প পাঠ ইত্যাদিও অন্তরের অনুভূতি দিয়ে করি। লেখালেখির যাত্রাপথ সবে শুরু, আপনাদের সকলের আশীর্বাদ ও সমর্থন নিয়ে অনেক দূর চলতে চাই।
লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন
অগ্নিকন্যা ননীবালা দেবী অন্য ভারতবর্ষ সৌন্দর্য শতাব্দী, ভালো থাকিস