রূপকথা-চুপকথা
তুমি তখন,আদুল গায়ের
ইজের পড়া সুন্দরী।
লোকে বলতো, অমুক বাবুর
ওই মেয়েটা বান্দরী।
জানো,আমি তখন কেমন
যেন,দুঃখ পেতাম মনে,
পাবোনা কেন?তুমি যে আমার
খেল্লাবাটি র কোনে।
তুমি তখন একটু বড়ো
বয়স নয় কি...
ইন্দির ঠাকরুণ
ইজেরের এক খুঁটে তেঁতুলের আচার
অন্য খুঁটে কাঁচা -মিঠে আম দুটো -কটা
মা তেল মাখাতে এলে
শরীরের রন্ধ্র থেকে গন্ধ আসে বাউল বাউল
চবুতরা জুড়ে দেখ ফোঁটা ফোঁটা...
তুমি
তোমার জন্য চোখে নিয়মিত কাজল্
তোমার জন্য চুল রঙিন বারন
তোমার জন্য জীনস র সাথে সিঁদুর
তোমার জন্য জেগে থাকা ভোর।
তুমি আছ তাই বেঁচে আছি আমি
তুমি আছ তাই সেজেছি রঙে
তুমি আছ তাই রোজ ভুল করি
তুমি আছ তাই হ্য় মন চুরি।
তুমি আর আমি এক কাপ চা
এক প্লেটে চলে রোজ ফুচকা
তুমি আর আমি, এক মন দিয়ে
শরীর উহ্য,মৄত্যু পেরিয়ে,
সাত নয়, বাঁধা, সাত হাজার পাঁঁকে,
জন্মে জন্মে চাই শুধু তোকে...