বৃষ্টি

5
1856
Photo By Dipita Chaterjee

জানলার ধারে বসে বৃষ্টির গান
শুনতে শুনতে,
হঠাৎ ই শুনি এক বৃষ্টির ডাক
যাবি? আমার সাথে যাবি?
কোথায় যাবো?
ওই যে মেঘের দেশে, আমার গানের সুরে ভেসে,
যেখানে সারা শরীর ছুঁয়ে দেবে ….
মেঘ এসে,
চারিদিক শুধু সবুজ আর সবুজ..
চোখ বুজলেই শোনা যায় পাখির কলতান,
যেখানে প্রকৃতি ধরা দেয় কুটীরে,
হঠাৎই আর এক বৃষ্টির ছোঁয়া তে..সম্বিৎ ফিরলো,
বৃষ্টি কে বললাম,
আমি তো সেই মেঘের দেশেই থাকি!!
যেখানে মেঘ আসে ছুঁয়ে যায়..
ঝর্নার জলে মেঘের দেশ স্নিগ্ধ হয়,
হিমেল বাতাসের দোলায় গাছেরা নেচে ওঠে,
সুর ভেসে যায় পাখিদের কলরবে,
ঝর্নার জলে একঝাঁক রোদ্দুর এসে খেলা করে,
আজ তুমিও এসেছো সেখানেই…
সেই ছোট্ট পাহাড়ে ঘেরা মেঘের রাজ্যে,
যেখানে আমার বাস……

                 —–দীপিতা চ্যাটার্জী

 

 

 

 এই লেখিকার আরও লেখা পড়তে ক্লিক করুন  অনুভূতি স্বপ্ন অপরূপা-অবিলীন

5 COMMENTS

  1. তোমার দেখা এই মেঘের দেশ আমার খুব চেনা……

Leave a Reply to Susmita Biswas Cancel reply

Please enter your comment!
Please enter your name here