লজ্জা

লজ্জা_প্রবীর ভদ্র_মন ও মৌসুমী

1
1721
Picture CopyRight @ The Indian Express
কালাশনিকভ রাইফেল টা
তখনো শক্ত হাতে ধরা,
ঝাঁজরা হয়ে যাওয়া
বুকটাতে,রক্ত জমে আছে
তার সৈনিকের উর্দিতে।
এখনই কফিন আসবে
সারা শরীরটা মুড়ে যাবে
গোটা একটা পতাকায়,তারপর বাক্সবন্দী দেহটার
পরিচয় হবে অমর শহীদ বলে।প্রতিদিন পৃথিবীর এপ্রান্ত থেকে
ওপ্রান্তে দেশের সীমানাকে
নির্বিঘ্নে রাখতে
বুলেটের মালা , বিস্ফোরণে
ঝলসাতে হয় সুঠাম
শরীরটাকে।দূরে বহুদূরে তখন
কোনও প্রত‍্যন্ত গ্রাম বা শহরের
চারদেয়ালে অপেক্ষায়
প্রিয়জনেরা।

ফুটফুটে শিশুর হাসির আওয়াজ
এক নিমিষে থেমে যায়,
হারিয়ে যায় প্রিয়ার অনেক গড়ে
ওঠা স্বপ্নের খেলাঘর।

আর আমরা বিস্মৃত হই
স্বার্থপরের মতো প্রতিদিনের
নির্লজ্জ নিরাপত্তার
বেড়াজালে।

মৃত্যু কে পায়ের ভৃত‍্য করে
আমাদের নিশ্চিন্ত করে
চলেছেন অহরহ।
তুমি যখন ঘুমাও তোমার
রক্তাক্ত শরীর টাকে নিয়ে
আমাদের সুখনিদ্রা কে
নিশ্চিত করতে
ঐ কফিনে।

তখন ও লজ্জা লাগে না
আমার ,
শুধু মনে হয় বড়ো বেমানান
আমি তোমাদের মাঝে,
অসহ‍্য এক অসহনীয় অনুভূতিতে
অবশ হয়ে আসে
বড়ো বেমানান এই
দেহ।
তোমরা প্রাণদান করো
আমাদের গৌরবান্বিত করার জন্য,
আমরা প্রতিদিন মৃত্যু বরণ করি
তোমাদের কাছে আমাদের
ঋণের লজ্জায়।।

                  —- প্রবীর ভদ্র

Poet Prabir Bhadra

প্রবীর ভদ্র এর কলম থেকে “লেখা আমার পেশা নয়, আমার নেশা।
আমার আবেগতাড়িত মন ভাসিয়ে নিয়ে যায় আমাকে শব্দ ছন্দের দোলায়।
মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করার ও তাঁদের অনুভূতি অনুভব করার একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”

 

 

প্রবীর ভদ্র এর আরো লেখা পড়তে ক্লিক করুন ফাউন্টেন পেন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here