রাতের কবিতা

1
3197

কবি,রাত ডাকছে,জেগে আছো?
একবার চোখ খোল,দেখ
রাত তার গর্ভের আঁধার থেকে
পাথরে পাথর রেখে রেখে
কি বিপুল স্মৃতিস্তুপ বানিয়েছে
রাজপথে সন্ত্রাসে ও প্রেমে।
তুমি তো এখন বহুদূরে,বিবশ নুপূরে,
খোয়া ওঠা পথে পথে টলে যাও
কখনো সন্ধ্যায়,কখনো বা চেনা অন্ত:পুরে।
কেউ যেন ডেকে ডেকে ফিরে গেছে
আলো থেকে অধিকন্তু আলোয় আলোয়,
তুমি তো হৃদয় নিয়ে,হাহাকার নিয়ে
তুমুল অন্ধকার একা ভাঙছিলে
তাই পার্শ্ববর্তী খেলাঘরে কখন কি ভেঙে গেছে
লক্ষও করোনি শুধু শুধু দিন মুছে গেছে।
গৃহকর্ম শেষ বুঝি?ক্লান্ত খুব কবি?
ঘুমাতে যাবার আগে বর্ণহীন একটা-দুটো ছবি,
তার ধ্বনিতন্ত্র থেকে জাগা পুরাতন
অর্ধস্ফুট স্বর,প্রিয় মনান্তর পাতা উল্টে
দেখে নিও।রাত বাড়ছে,কখন কি হয়
সে কি কেউ জানে?

–উৎপল ত্রিবেদী

 

কবি উৎপল ত্রিবেদী Utpal Tribedi

কবি উৎপল ত্রিবেদী : জন্ম-1953।শিক্ষা অর্থনীতিতে স্নাতকোত্তর ।কবিতা লেখা প্রায় আটচল্লিশ বছর যাবৎ।পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের প্রচুর পত্রিকা য় লেখা প্রকাশিত হয়েছে ।প্রকাশিত কাব্যগ্রন্থ চারটি।প্রকাশিত উপন্যাস একটি।

 

 

 

 

লেখকের আরো লেখা পড়তে ক্লিক করুন "নৌকাডুবির-পর"আধেকলীনা, তুমি"

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here