সাম্য

0
1600
http://karunaadavaani.com/
কেউ কারো সমান্তরাল নয়।
অথচ সমমানের চাহিদা প্রত্যেকেরই তীব্র।
সম বিন্দুর আত্মীয়তা নেই বলে
দূরত্বটা সর্বদাই বাড়িয়ে চলে,
তবুও সমমুখীর অজুহাত দিয়ে
বক্রতাকে সরল বলে স্বীকৃতি চায়।দাবীটা সব সময় যে ন্যায্য হবে না
সেই সত্য সময় জানে।
সব পরিকল্পনার বাইরে
জীবন অন্য এক পরিকল্পনা করে,
সেখানে আল্পনা গুলি
আলাপী নয়
বরং একটু বেশীই প্রলাপী।কাম্য সামর্থ্য
সর্বাদাই সমান সমানের প্রবনতার
প্রশ্রয় থেকে অব্যাহতি চায়।
কিন্তু বিরতির অজুহাতে
যারা সময়কে সময় থেকে চুরি করে
তারাই বিসম অসমান্তরাল অসংযত
বিন্দুগুলির চাহিদাকে মেনে নেয়।

     — কৃষ্ণ বর্মন
Poet Krishna Barman

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here