।।স্বাধীন বুড়োর মৃত্যুকামনা।।

2
2547
Source :http://www.khabardarbar.com/

একাত্তরের স্বাধীন বুড়ো,
ধুঁকছে কিন্তু মরছে না।।
ধুঁকছে তবু মরছে না, আর
বাহাত্তুরেও ছাড়ছে না।।
নাতিরা সব নেশার আশায়,
খাচ্ছে কিন্তু হচ্ছে না।।
খাচ্ছে কিন্তু হচ্ছে না, তাই
কষ্ট যে আর কমছে না।।
তাই, যখন বুড়ো ভেন্টিলেশনে,
একলা মেয়ে বাস,স্টেশনে,
বাসায় ফেরার ব্যর্থ আশায়
থাকছে, কিন্তু বাঁচছে না।।
বুড়ো দাদুর চোখের পারে,
নাতনি যখন আছে পড়ে,,,
মোমবাতিরা জ্বলছে বটে,
বিচার কিন্তু পাচ্ছে না।।
হচ্ছে না আর হচ্ছে না, বলতে
কষ্ট যে আর হচ্ছে না,,,,,,,
বুড়ো এবার গেলেই বাঁচি, কিন্তু
ধুঁকছে তবু মরছে না।।।।।।।।

Poet Chiranjib Chakroborty

কবি চিরঞ্জীব চক্রবর্তীর কলম থেকে ,

একটা ছোট্ট গ্রামের খুব সাধারণ মানের ছেলে।কবিতা বা যা কিছু লেখা শুরু, আর্য‍্যা(স্ত্রী) র কথায়,ওর পড়ার জন্যে। 
শখ:1. মানুষের সাথে মেশা, 2.বিজ্ঞান কে বিজ্ঞান হিসাবে শেখা, 3.রাতের নিঝুম রাস্তায় একা হেঁটে রাতের মিস্টি কথাশোনা।
পেশা: স্কুল এ জীবন বিজ্ঞান শেখা,ও শেখানো।
স্বপ্ন: পৃথিবী টা কে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর করে রাখা(জেগে দেখা স্বপ্ন)।
লেখকের আরো লেখা পড়তে ক্লিক করুন 

ভুল-ভেবেছি       রূপকথা-চুপকথা

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here